নগদ একাউন্ট কিভাবে খুলে - নগদে ব্যালেন্স দেখে কিভাবে

প্রিয় পাঠক, আমাদের আজকের আর্টিকেল এর মূল বিষয় হলো নগদ একাউন্ট কিভাবে খুলে। আপনি যদি একটি নগদ একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে জানতে হবে নগদ একাউন্ট কিভাবে খুলে। আজকে আমরা নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
নগদ একাউন্ট
ডাক বাংলা বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার একটি মাধ্যম হলো নগদ। এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ করা, ক্যাশ আউট এবং ক্যাশ ইন করা যায়। চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট কিভাবে খুলে।

ভূমিকা

আজকের আর্টিকেলের মধ্যে আমরা নগদ একাউন্ট কিভাবে খুলে তা আপনাদেরকে জানাতে চলেছি। ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে। আর্থিক লেনদেন বলতে মানুষ ব্যাংক এবং কার্ডের কথাই ভাবে। কিন্তু বিকাশ, উপায়, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে অন্যতম। 

তবে এসব মোবাইল ব্যাংকিং সেবায় টাকা লেনদেন করার সময় অনেক বেশি চার্জ কাটে। সেই হিসেবে নগদ একদম লিমিটের মধ্যে চার্জ রেখে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। যেটাতে সার্ভিস চার্জ একেবারেই কম। 

আজকের আর্টিকেলের মধ্যে আমরা আপনাকে জানাবো নগদ একাউন্ট কিভাবে খুলে, নগদে ব্যালেন্স দেখে কিভাবে, নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস, নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম, নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায় এবং নগদ একাউন্ট লক হলে করণীয় সম্পর্কে। তাহলে চলুন এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নগদ একাউন্ট কিভাবে খুলে

নগদ একাউন্ট কিভাবে খুলে তা নিয়ে ভাবছেন? নগদ একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ। আপনি ঘরে বসেই নগদ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারেন। আপনার কি নগদ একাউন্ট নাই? মোবাইলে কিভাবে নগদ একাউন্ট খুলে সেই সম্পর্কে আপনি জানতে চান? তাহলে চিন্তার কোন কারণ নেই। 

আজকের আর্টিকেলের মধ্যে আমরা নগদ একাউন্ট কিভাবে খুলে সেই সম্পর্কে আলোচনা করব। যে পদ্ধতি অনুসরণ করে আপনি মাত্র কয়েক মিনিটে নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট সাধারণত তিনটি উপায়ে খোলা যায়।
  • *১৬৭# ডায়াল করে
  • নগদ এজেন্টের মাধ্যমে
  • নগদ মোবাইল অ্যাপস দিয়ে
এখন আমরা এই তিন উপায়ে নগদ একাউন্ট কিভাবে খুলে তা নিয়ে আলোচনা করব। নগদ একাউন্ট খোলার জন্য আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দরকার সেগুলো নিচে উল্লেখ করা হলো।
  • আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন।
  • আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনার মোবাইল নম্বর।
  • একটি সিম লাগবে। যেটাতে আগে কখনো নগদ একাউন্ট খোলা হয়নি।
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট কিভাবে খুলে: এটি খুব সহজ একটি পদ্ধতি। প্রথমে *১৬৭# ডায়াল করতে হবে। তারপর পিন দেওয়ার অপশন আসবে। সেখানে চার ডিজিটের একটা পিন সেট করতে হবে। পিন সেট করার সাথে সাথে আপনার একাউন্ট ওপেন হয়ে যাবে। এখানে আপনি যেই সিম ব্যবহার করবেন সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নগদ নিয়ে নিবে। 

আপনি যে সিম দিয়ে একাউন্ট করেছেন সেই সিমে একটি ওটিপি যেতে পারে। সেটা ঠিকমতো বসান তাহলেই অ্যাকাউন্ট এর কাজ শেষ। তবে একাউন্টে যেহেতু টাকা লেনদেন করবেন অ্যাকাউন্টের সিকিউরিটি ভালো হওয়া দরকার। এজন্য আরো কিছু তথ্য দিয়ে একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করে নিন। পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এবং আপনার পিন নাম্বার অন্য কারো সাথে শেয়ার করবেন না।

নগদ এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট কিভাবে খুলে: নগদ এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা একদম ঝামেলা মুক্ত। কারণ দরকারি ডকুমেন্টস গুলো আপনার সাথে থাকলে নগদ এজেন্ট নির্ভুলভাবে আপনার নগদ একাউন্ট খুলে দিবে। নগদ এজেন্টের মাধ্যমে একাউন্ট খুলতে হলে আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র দরকার
  • আপনার ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • একটি সচল সিম সহ মোবাইল ফোন
এই সকল ডকুমেন্টস গুলো জমা দিলে আপনার কাজ শেষ। একটি আবেদনপত্র পূরণ করতে হয় তা এজেন্ট কিছু টাকার বিনিময় কমপ্লিট করে দেয়। একাউন্ট হয়ে গেলে ৫০ অথবা ১০০ টাকা ক্যাশ ইন করতে হয়। তাছাড়া নগদ একাউন্ট খুলতে কোন খরচ হয় না। তবে এজেন্ট যে পিন সেট করে দিবে তা অবশ্যই আপনি পরিবর্তন করে ফেলবেন। কারণ আপনার একাউন্টের পিন আপনি ছাড়া অন্য কেউ না জানাই ভালো।

ঘরে বসে নগদ একাউন্ট কিভাবে খুলে নগদ অ্যাপ দিয়ে:প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপটির ভিতরে প্রবেশ করুন এবং অ্যাকাউন্ট খুলুন অপশনটি নির্বাচন করুন। তারপর আপনার নাম, জন্মতারিখ, পরিচয় অথবা জন্ম নিবন্ধনের নম্বর, মোবাইল নম্বর এবং একটি পাসওয়ার্ড দেন। 

আপনার জাতীয় পরিচয় পত্রের একটি কপি এবং আপনার একটি ছবি আপলোড করুন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেটি বসান। ব্যাস আপনার অ্যাকাউন্ট করা শেষ। নগদ একাউন্ট খুলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেমন মোবাইলে টাকা পাঠানো বা টাকা গ্রহণ করা যায়, বিল পরিশোধ করা যায়, বিভিন্ন ধরনের কেনাকাটা এবং লেনদেন করা যায়। 

আশা করছি নগদ একাউন্ট কিভাবে খুলে তা নিয়ে আপনার আর কোন সংশয় নেই। এবার আপনি এই তিন উপায়ের মধ্যে যেকোনো একটি উপায়ে নগদ একাউন্ট খুলে ফেলতে পারেন।

নগদে ব্যালেন্স দেখে কিভাবে

আপনার নগদ একাউন্টে কত টাকা আছে, যে কোন ভাতার টাকা দেখার জন্য নগদে ব্যালেন্স দেখে কিভাবে তা জানা অত্যন্ত জরুরি। এবারে আমরা নগদে ব্যালেন্স দেখে কিভাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নগদে ব্যালেন্স দেখার জন্য *১৬৭# ডায়াল করতে হবে। তারপরে মাই নগদ অপশনে গিয়ে 1 লিখে ব্যালেন্স এনকোয়ারি অপশনে যেতে হবে। 

তারপরে নগদের পিন কোড দিলেই আপনি ব্যালেন্স চেক করতে পারেন। অথবা নগদ অ্যাপ লগইন করেও ড্যাশবোর্ড থেকে ব্যালেন্স চেক লেখাতে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পারেন। একাউন্টে কত টাকা আছে তা দেখা যায় সাধারণত দুইটি উপায়ে।
  • নগদ কোড ডায়াল করে
  • নগদ মোবাইল অ্যাপ দ্বারা
আপনাদের সুবিধার জন্য নগদে ব্যালেন্স দেখে কিভাবে এর দুটি পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো।
নগদ কোড ডায়াল করে ব্যালেন্স দেখা: নগদের কোড হলো *১৬৭#। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে এই কোডটি ডায়াল করুন। এরপরে নগদের সকল সেবার জন্য একটি মেনু ওপেন হবে। সেখান থেকে ব্যালেন্স চেক করতে মাই নগদ অপশনটি সিলেক্ট করে ৭ ডায়াল করতে হবে। 

তারপরে মাই নগদ অপশনে আরো দুইটি মেনু ওপেন হবে। এখান থেকে নগদ ব্যালেন্স চেক করতে ব্যালেন্স ইনকয়ারি অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার নগদের পিন নাম্বারটি লিখতে হবে। লিখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স দেখা: প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ মোবাইল অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। তারপরে এতে লগইন করে মোবাইল নম্বর এবং পিন কোড লিখতে হবে। লগইন করলে মোবাইলে ড্যাশবোর্ড ওপেন হবে এবং এর উপরে ব্যালেন্স জানতে ট্যাপ করুন এই লেখাটি দেখা যাবে। এখানে ক্লিক করলে আপনার একাউন্টে কত টাকা আছে তা আপনি দেখতে পাবেন।

নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস

আপনি যদি একটি নগদ একাউন্ট খুলেন তাহলে কত টাকা বোনাস পাবেন তা নিয়ে আমাদের এবারের আলোচনা। নগদ একাউন্ট কিভাবে খুলে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। নগদ একাউন্ট করলে কত টাকা বোনাস পাবেন আপনারা এখন জানতে পারবেন। কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাকাউন্ট তৈরির পরিবর্তে আপনি কিছু বোনাস পাবেন। 

যে কোন নগদ একাউন্টে ব্যবহারকারীর নতুন অ্যাকাউন্ট করার পরে ৮০ টাকা বোনাস পেতে পারে। নগদ একাউন্ট থেকে আপনি যদি আপনার নির্দিষ্ট নাম্বারে রিচার্জ করেন তাহলে ২০ টাকা বোনাস পাবেন। এভাবে মাসে দুইবার রিচার্জ করতে পারবেন। তাহলে সর্বমোট 40 টাকা। 

আপনি যদি আরও দুইবার আপনার নির্দিষ্ট নাম্বারে প্রতি মাসে রিচার্জ করেন তাহলে আবার পরিমাণ দাঁড়ালো ৮০ টাকা। কিন্তু নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে অবশ্যই নগদ অ্যাপ ব্যবহার করতে হবে। তা না হলে আপনি ফ্রি রিচার্জ অফারটি পাবেন না।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম

আপনি ঘরে বসে আপনার নগদ একাউন্ট হালনাগাদ করে নিতে পারবেন। নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম নিয়ে আমাদের এবারের আলোচনা।

প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করতে হবে। নগদ অ্যাপে আপনার নগদ একাউন্ট লগইন করতে হবে। লগইন করা হয়ে গেলে একদম নিচের দিকে বাম পাশে লেখা আছে আমার নগদ সেখানে ক্লিক করতে হবে। তারপরে লেখা আসবে কে ওয়াই সি পুনরায় জমা দিন। সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার জাতীয় পরিচয় পত্র স্ক্যান করতে হবে। 

সামনের এবং পেছনের অংশ পরপর স্ক্যান করুন স্ক্যান করা হয়ে গেলে পরবর্তী অপশন এ ক্লিক করুন। এরপর আপনার বিস্তারিত তথ্য গুলো দেখতে পাবেন। তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নেবেন। যে সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করুন। এরপরে আপনার অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে। 

যেমন লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা, মুনাফা, অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার ছবি দিতে হবে। ক্যামেরার সাহায্যে আপনার মুখের ছবি তুলে আপলোড করুন। এরপরে নগদ একাউন্ট হালনাগাদ করার যে সকল নিয়ম কানুন রয়েছে সেগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। 

যে কয়টা ধাপ রয়েছে সেগুলো পরবর্তী পরবর্তী এই অপশন গুলোতে ক্লিক করলেই হয়ে যাবে। এভাবে সফলভাবে আপনি আপনার নগদ একাউন্ট হালনাগাদ করে নিতে পারেন।

নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়

আপনারা অনেকেই জানতে চান নগদ সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়। আমরা এবারে মূলত নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মনে করা যায় তা নিয়ে আলোচনা করব। সেন্ড মানির অর্থ হলো মূলত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো। অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং এর মত নগদেও এই সেবাটি চালু রয়েছে। 

নগদের সেন্ডমানির মাধ্যমে মূলত দুইটা নগদ একাউন্ট এর মধ্যে টাকা লেনদেন করা যায়। আপনার নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যাবে তার জন্য নগদ থেকে একটি নির্ধারিত লিমিট রয়েছে। অর্থাৎ আপনি প্রতিদিন সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করতে পারবেন তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। 

নগদ একাউন্টে সর্বনিম্ন ১০ টাকা সেন্ড মানি করা যায়। অর্থাৎ আপনি প্রতিদিন নগদ একাউন্ট থেকে সর্বনিম্ন দশ টাকা সেন্ড মানি করতে পারবেন। এর কম পরিমাণ টাকা সেন্ড মানি করা যায় না। নগদের যেমন সর্বনিম্ন সেন্টমানি করার লিমিট রয়েছে তেমনি সর্বোচ্চ কতটা সেন্ড মানি করা যাবে তারও একটা লিমিট রয়েছে। নগদ একাউন্টে সর্বোচ্চ সেন্ড মানি ২৫ হাজার টাকা পর্যন্ত করা যায়। অর্থাৎ নগদে প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে।

নগদ একাউন্ট লক হলে করনীয়

আমরা এবারে নগদ একাউন্ট লক হলে করনীয় এই বিষয়ে আলোচনা করব। সাধারণত বারবার ভুল পিন ব্যবহার করার জন্য একাউন্ট লক করে দেওয়া হয়। নগদ একাউন্ট লক হলে আপনাকে অবশ্যই এজেন্ট নাম্বার বা হেল্পলাইন নাম্বারে কল করতে হবে। কল করার পরে আপনাকে বলতে হবে যে আপনার একাউন্ট লক হয়ে গেছে আপনি সেটি আনলক করতে চান। 

তখন যে তথ্যগুলো দিয়ে নগদ একাউন্টে খোলা হয়েছিল সেটা আপনার কাছে জানতে চাইবে এবং আপনাকে সেগুলো সঠিকভাবে বলতে হবে। আপনার তথ্যগুলো যদি ঠিক হয় তাহলে তার কিছুক্ষণ পরে তারা আপনার নগদ একাউন্টের পিন রিসেট করার অপশন চালু করে দেবে। আপনার একাউন্টে ঢুকতে পারবেন। 

এই কাজটি সম্পন্ন করার কিছুক্ষণ পরে নগদ একাউন্ট দেখার নাম্বার ডায়াল করলে আপনি ইন্টার নিউ পিন নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দমত পিন সেট করে নিন। পিন কনফার্ম করার জন্য কনফার্ম নিউ পিন এ ক্লিক করতে হবে। এরপরে আপনার একাউন্ট আবার আগের মতো সচল হয়ে যাবে। তখন আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার নগদ একাউন্টে আনলক করতে পারেন।

মন্তব্য

উপরে নগদ একাউন্ট কিভাবে খুলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি নগদে নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে উপরে লেখাগুলো মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন এবং নগদের সকল সেবাগুলো গ্রহণ করতে পারবেন। 

আরো যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কেও একটি ধারণা পাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পড়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেজা ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url