QR কোড কাকে বলে - বাংলা কিউ আর কোড কি

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মধ্যে আমরা QR কোড কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি QR কোড সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। সেই সাথে বাংলা কিউআর কোড নিয়েও আলোচনা থাকছে।
কিউ আর কোড
তথ্য আদান-প্রদানের জন্য কিউআর কোড অত্যন্ত প্রয়োজনীয়। চলুন কিউআর কোড কাকে বলে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভূমিকা

বর্তমান সময়ে কিউআর কোডের ব্যবহার অনেক বেশি দেখা যায়। যে কোন প্রোডাক্টের গায়ে, টিকিটের গায়ে, যে কোনো পত্রপত্রিকার বিজ্ঞাপনে, যে কোন ওয়েবসাইটে কিউআর কোড দেখা যায়। আজকের আর্টিকেলের মধ্যে আমরা এই কিউআর কোড নিয়েই বিস্তারিত আলোচনা করব। 

আজকের আর্টিকেলের মধ্যে থাকছে QR কোড কাকে বলে, বাংলা কিউআর কাকে বলে, কিউআর কোড এর কাজ কি, অনলাইন কিউআর কোড স্ক্যানার, কিউআর কোড তৈরি, কিউআর এর পূর্ণ নাম, কিউআর কোড ব্যবহারের সুবিধা। এই সকল বিষয়গুলোই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে চলুন শুরু করা যাক।

QR কোড কাকে বলে

QR কোড কাকে বলে? কিউআর কোড হল হল একটি কুইক রেসপন্স কোড। এটা একটি 2d বারকোড ১৯৯৪ সালে দেনশো ওয়েব ইনকল্পরেটেড এর মাসা হিরো হারা তৈরি করেছিল। এটি সাধারণত একমাত্রিক বারকোডের বিকল্প হিসেবে প্রথমে চালু করা হয়েছিল। পণ্যের তালিকায় ব্যবহৃত বারকোড গুলোর চেয়ে কিউআর কোড গুলো বেশি তথ্য জমা করে রাখতে পারে এবং দ্রুত স্ক্যান করা যায়। 

কিউআর কোড এর উন্নততর বৈশিষ্ট্যের জন্য বাজারে হিট হয়েছে। এর সবগুলোই সম্ভব কিন্তু বর্তমান সময়ে কিউআর কোড শুধুমাত্র পণ্য ট্রাকিং এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয় না। বিভিন্ন রকম স্বাস্থ্যসেবায়, শিক্ষা, ব্যবসায় এবং অন্যান্য শিল্প কিউআর কোড ব্যবহার হয়। আপনারাও হয়তো অনেক জায়গাতেই যেমন বিভিন্ন প্রোডাক্টের গায়ে, টিকিটের গায়ে, যে কোন পত্রিকায়, বিজ্ঞাপনের উপর বা অনলাইনে যে কোন ওয়েবসাইটে কিউআর কোড দেখে থাকবেন। 

এই সম্পূর্ণ কোডটি একটি চারকোনা ঘরের মধ্যে অবস্থান করে এবং এই কোডের মধ্যে অনেকগুলো ডট থাকে। এটি সাধারণত বারকোডের মত এবং স্ক্যানার দিয়ে পড়া সম্ভবত হয়। খুব সহজে এতে সংরক্ষিত তথ্যগুলো বের করে আনা যায়। কিউআর কোড এর প্রতিটি ডট আর চারকোনা ঘর শুধুমাত্র কোন কিছু নির্দেশই করে না, এর মাধ্যমে অনেকে আসল ডাটা সংরক্ষণ করে রাখে। একে তথ্য কোষ বলা হয়। আশা করছি কিউআর কোড কাকে বলে তা আপনারা জানতে পেরেছেন।

বাংলা কিউ আর কোড কি

আমরা সবাই প্রায় বাইরে থেকে কেনাকাটা করতে পছন্দ করি। সেজন্য আমরা অনেকেই ক্যাশের পাশাপাশি কার্ড বা অন্যকিছু ব্যবহার করি পেমেন্ট করার জন্য। যা আমাদের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট বা বড় বড় সুপার শপগুলোতে পেমেন্টের জন্য কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন হয়। 

কিন্তু এজন্য বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সার্ভিসে একাউন্ট থেকে আমাদেরকে পেমেন্ট দিতে হয়। কারণ আপনি যে সার্ভিসটি ব্যবহার করেন তা সব মার্চেন্টের কাছে নাও থাকতে পারে। যা আমাদের জন্য খুবই ঝামেলার। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে বাংলা কিউআর কোড। যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক উদ্ভাবিত ডিজিটাল মাধ্যম। 

যার মাধ্যমে ক্যাশ ছাড়াই কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে। বাংলা কিউআর কোড এর সুবিধা হল বাংলাদেশের সমস্ত মোবাইল সার্ভিসেই এটা সাপোর্ট করে। যা গ্রাহকদের জন্য অত্যন্ত সুবিধা জনক। বাংলা কিউআর কোড ব্যবহার করে ঝামেলা ছাড়াই পেমেন্ট করা যাবে। এটার সবচেয়ে বড় সুবিধা হল এতে কোন সার্ভিস চার্জ লাগে না। সরাসরি পেমেন্ট করা যায়।

কিউআর কোড এর কাজ কি

কিউ আর কোড হলো এক ধরনের দ্বিমাত্রিক বারকোড যা স্মার্টফোন দ্বারা দ্রুত এবং খুব সহজেই পড়া যায়। এটি একটি সাদা কালো, চারকোনা বক্সের মধ্যে থাকে। যা ইউআরএল, যোগাযোগের তথ্য বা অন্যান্য ডেটার মত তথ্য জমা করে রাখতে পারে। বিভিন্ন রকম কাজ করে থাকে। যেমন বিপনণের কাজে কিউআর কোড ব্যবহার করা হয়। 

যাতে গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে পণ্য সামগ্রী যেমন কুপন এবং বিশেষ অফারগুলি এক্সেস করতে পারে। পন্য ট্র্যাক করার কাজেও কিউ আর কোড ব্যবহার করা হয়। এটি একটি সাপ্লাই চেইনের মাধ্যমে করা হয়ে থাকে। যা ইনভেন্টরি এবং লজিস্টিক পরিচালনা করা খুব সহজ করে তোলে। কিউআর কোড ইভেন্টের উপস্থিতি পরিচালনা করতে পারে। 

এটি অতিথিদের খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে চেকিং করতে সহায়তা করে। মোবাইল পেমেন্টের সুবিধার্থে কিউআর কোড ব্যবহার করে কিছু কিছু পেমেন্ট করা হয়। যার ফলে গ্রাহকরা তাদের অর্থ লেনদেন করতে পারে। কেউ আর কোড গুলি তাদের তথ্য অন্যদের সাথে যেমন ওয়াইফাই নেটওয়ার্ক তথ্য বা অন্যান্য ধরনের তথ্যগুলো ভাগ করতে ব্যবহার করা হয়। 

কিউআর কোড তথ্য ভাগ করার একটি অত্যন্ত সুবিধার জনক এবং কার্যকর উপায়। এই মাধ্যমগুলো শিল্প এবং অ্যাপ্লিকেশন গুলিতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

কিউআর কোড তৈরি

কিউআর কোড তৈরি করার জন্য কিউআর কোড এন্ড বারকোড স্ক্যানার নামক একটি অ্যাপস এর ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপরে ক্রিয়েট কিউআর নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলে বিভিন্ন রকম অপশন দেখাবে। যে কোন কোন বিষয়ের উপরে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন। 

যেমন ওয়েবসাইট, টেক্সট, কন্টাক্ট নাম্বার, ইমেইল, এসএমএস, জিও, ফোন, ক্যালেন্ডার, এমনকি wi fi এর জন্য কিউআর কোড তৈরি করা যায়। আপনি যে বিষয়টির উপরে কিউআর কোড তৈরি করতে চান তার উপরে ক্লিক করলে সেই বিষয়ের উপরে কিছু তথ্য চাইবে। সেই তথ্যগুলো প্রদান করে ওকে বাটন ক্লিক করলেই কিউআর কোড তৈরি হয়ে যাবে। তার তারপরে সেভ বাটনে ক্লিক করলে কিউআর কোড টি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে।

কিউ আর কোড ব্যবহারের সুবিধা

কিউআর কোড সাধারণত বিভিন্ন প্রকার তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন প্রকার পণ্যের তথ্য জানতে, wi-fi কানেক্ট করতে কিংবা কারো মোবাইল নাম্বার দিতে। কিউআর কোড হল কুইক রেসপন্স কোড। স্বল্প সময়ের মধ্যে কিউআর কোড ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় বলে এর নাম কিউআর। কিউআর কোড ব্যবহারের নানারকম সুবিধা রয়েছে। 

প্লেনের টিকিট থেকে শুরু করে যে কোন প্রকার অ্যাপ ডাউনলোড করতে এখন কিউআর কোড ব্যবহার হয়। বিজ্ঞাপন, একাউন্ট, ইনফরমেশন, প্রডাক্ট, প্যাকেজিং, নিরাপত্তা নিশ্চিত করুন এই সবগুলো সুবিধা কেউ আর কোডের মাধ্যমে পাওয়া যায়।

শেষ কথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মধ্যে আমরা QR কোড কি এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি হয়তোবা এতক্ষণে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এ বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন। আর্টিকেলের মধ্যে আমরা আরো বাংলা কিউআর কোড বলতে কি বুঝায়, কিউআর কোড এর কাজ কি, কিউআর কোড তৈরি এবং কিউআর কোড ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেজা ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url