বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় - বেটামেসন ক্রিম এর উপকারিতা

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় এবং বেটামেসন এন ক্রিম এর উপকারিতা গুলো জানব। আপনি যদি বেটামেসন এন ক্রিম সম্পর্কে এই তথ্যগুলো জানতে চান তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
বেটামেসন এন ক্রিম
বেটামেসন এন ক্রিমটি খুবই উপকারী। আমরা এখন বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় তা জানব। কারণ আমরা অনেকেই বেটামেসন এন ক্রিম মুখে দিয়ে থাকি। কিন্তু এতে কি ক্ষতি হয় নাকি উপকার হয় তা আমরা জানিনা।

ভূমিকা

বর্তমানে বাংলাদেশে বেটামেসন এন ক্রিম ব্যাপকভাবে জনপ্রিয়। আপনি যদি বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়, বেটামেসন ক্রিমের উপকারিতা, বেটামেসন অয়েনমেন্ট ক্রিম এর কাজ কি, বেটামেসন ক্রিম ব্যবহার করার নিয়ম এই সবকিছু জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। ক্রিমটি খুব সহজেই আপনি ফার্মেসি থেকে পেয়ে যাবেন। আপনি যদি বেটামেসন ক্রিম এর অপকারিতা থেকে বাঁচতে চান এবং উপকারিতা গুলো পেতে চান তাহলে এই ক্রিমটি মুখে ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই নিম্নোক্ত তথ্যগুলো জেনে রাখতে হবে।

বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়

গুগলে এসে অনেকেই বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় বিষয়টি নিয়ে জিজ্ঞেস করে থাকেন। এছাড়াও নানা রকমের প্রশ্ন আমরা দেখতে পাই। তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে আমরা বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় বিষয়টি আলোচনা করব। বেটামেসন এন ক্রিম হচ্ছে একটি কটিকোস্টেরয়েড জাতীয় মলম বা ক্রিম। 

যা ত্বকের চুলকানি, একজিমা, ফোলা ভাব, লালচে ভাব, এরিথমা মাল্টিফর্ম, প্রদাহ, ত্বকের লাল প্যাঁচ, এলার্জি, সোরিয়াসিস ডার্মাটাইটিস, ছোপ ছোপ সাদা দাগ, অটোইমিউন রোগ, মুখের লাইকেন প্ল্যানাস, শ্বেতী রোগ, মুখের জ্বালাপোড়া সহ সকল ধরনের চর্মরোগ থেকে মুক্তি দিয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি Square Pharmaceuticals PLC বাংলাদেশের যতগুলো ঔষধ প্রস্তুতকারক কোম্পানির তৈরিকৃত একটি ক্রিম হচ্ছে বেটামেসন এন ক্রিম। 

তাই এর কার্যকারিতা নিয়ে কোন কিছু বলার নেই। খুবই ভালো কাজ করে। বাংলাদেশের যতগুলো ঔষধ প্রস্তুত কারো কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে Square Pharmaceuticals PLC শীর্ষে অবস্থান করছে। বেটামেসন এন ক্রিম বাংলাদেশের তুমুল জনপ্রিয় একটি ক্রিম। বেটামেসন ক্রিমটি বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যায়। যেমন- বেটামেসন এন,বেটামেসন সিএল বেটামেসন অয়েনমেন্ট। বেটামেসন ক্রিম এর অপকারিতা থেকে উপকারিতা অনেক বেশি। বেটামেসন ক্রিম মুখে দিলে কি হয় সেটা জানার আগে চলুন জেনে নেই বেটামেসন ক্রিমের মধ্যে কি কি উপাদান রয়েছে।

বেটামেসন ক্রিম এর মধ্যে রয়েছে ডাইপ্রোপ্রিয়নেট, স্টেরয়েড, এন্টিবায়োটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এছাড়াও আরো কিছু উপাদান কম্বাইন্ড করে অর্থাৎ মিশ্রণে ক্রিমটি প্রস্তুত করা হয়েছে। তবে কোম্পানির নির্দেশিত নির্দেশনাতে রয়েছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক জনিত কোন সংক্রমণে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো।

এই ক্রিমটির মধ্যে যেহেতু নানা রকমের উপাদান রয়েছে তাই অনেকেই ফর্সা হওয়ার জন্য বেটামেসন এন ক্রিম মুখে ব্যবহার করে থাকে। এটি একদমই উচিত নয়। আপনি যদি এক কথায় জানতে চান যে বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়? তাহলে এটা বলে রাখা ভালো যে বেটামেসন এন ক্রিম মুখে দিলে মুখ অনেকটা ফর্সা হয়। কিন্তু আপনি কি এটা জানেন যে এই ক্রিমটি মুখে দিলে কেন আপনার মুখ ফর্সা হয়ে যাবে। হয়তো না। 

অধিকাংশ মানুষেরই এটা জানা নেই। আপনিও যদি মুখে বেটামেসন এন ক্রিম লাগিয়ে ফর্সা হওয়ার চিন্তা করে থাকেন তাহলে আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। আশা করছি, আপনার উপকারে আসবে। আমরা প্রতিনিয়ত এমন অনেক ওষুধ বা ক্রিম ব্যবহার করছি যেগুলো পার্শ্বপ্রতিক্রিয়া গুলোকে আমরা উপকারী দিক মনে করছি। আর এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। 

আপনি যদি ফর্সা হওয়ার জন্য বেটামেসন এন ক্রিম টি ব্যবহার করতে চান বা ইতোমধ্যে ব্যবহার করছেন কিন্তু জানেন না যে বেটামেসন ক্রিম কি কাজ করে বা বেটামেসন ক্রিমের উপকারিতা কি তাহলে আমাদের এই আর্টিকেলের মধ্যে বিভিন্ন অংশে আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনি পড়ে জেনে নিবেন। কারণ, যে কোন ক্রিম বা মলম ব্যবহার করার আগে অবশ্যই আমাদের এর কার্যকারিতা বা উপকারিতা গুলো জেনে রাখতে হবে। 

বেটামেসন এন ক্রিম মুখে দিলে মুখ ফর্সা হয়ে যায়। কারণ এই ক্রিমটি ব্যবহার করলে আমাদের মুখের উপরে লেয়ারের চামড়াটি উঠে যায়। আমাদের সবচেয়ে নরম ত্বক হচ্ছে মুখে। এই ক্রিমটি যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে মুখের চামড়া উঠে গিয়ে রক্তনালী প্রসারিত হয়। যার ফলে নতুন যে চামড়া বের হয়ে আসে সেটা আগের মুখের চামড়ার তুলনায় ফর্সা হয়ে বের হয়ে আসে। 

কিন্তু মানুষ ভুলটা এখানেই বুঝে। যখন নতুন চামড়া বের হয়ে আসে তখন আমরা মনে করি আমরা ফর্সা হয়ে যাচ্ছি। কিন্তু আমরা আসলে মূল রহস্যটা জানিনা। তাই ফর্সা হওয়ার জন্য বেটামেসন ক্রিম মুখে অনেকদিন যাবত ব্যবহার করি। আমাদের অনেকের মনেই প্রশ্ন ছিল বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়। আশা করি, আর্টিকেলের এই অংশটি পড়ে আপনি বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় এবং মুখ ফর্সা হয় কেন তা বুঝতে পেরেছেন। 

আপনি যদি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে কখনোই ফর্সা হওয়ার জন্য বেটামেসন এন ক্রিম মুখে লাগাবেন না। এই ক্রিমটি তৈরি করা হয়েছে অন্য কারণে। আপনার পরিচিত কেউ যদি আপনাকে বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয় জিজ্ঞেস করে তাহলে অবশ্যই এই ক্রিমের গুনাগুন এবং ব্যবহার সম্পর্কে তাকে জানিয়ে দিবেন।

বেটামেসন ক্রিম এর ব্যবহার নিয়ম

এতক্ষণ যাবৎ আপনারা যারা আর্টিকেলটি পড়ছিলেন তাদের মনে হয়তো বা প্রশ্ন হয়ে গেছে বেটামেসন ক্রিম এর উপকারিতা কি এবং বেটামেসন ক্রিম এর ব্যবহার নিয়ম কি? এখন আমরা আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে বেটামেসন ক্রিম এর ব্যবহার নিয়ম নিয়ে আলোচনা করব। আগে থেকেই বলে রাখি বেটামেসন ক্রিম ব্যবহার করা খুবই সহজ পদ্ধতি। 

অন্যান্য ক্রিমের মতোই ঠিক একইভাবে এই ক্রিমটিও ব্যবহার করতে হয়। অনেকেই হয়তো বা মনে করতে পারেন এই ক্রিমটি ব্যবহারের হয়তো বা কোন নিয়ম-কানুন রয়েছে। কিন্তু আসলে তা নয়। আপনারা যারা এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই ক্রিমটি ব্যবহারের আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ একজন ডাক্তার আপনার সংক্রমণের স্থান ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে ক্রিমটি ব্যবহার করতে বলবেন। 

আপনার সংক্রমণের জন্য বেটামেসন ক্রিম ব্যবহার করতে হবে তাহলে তিনি আপনাকে এর ব্যবহারবিধি সঠিকভাবে বলে দিবে। তবুও সাধারণভাবে আমরা যে নিয়মে বেটামেসন এন ক্রিমটি ব্যবহার করতে পারি বা সর্বোচ্চ ভালো ফলাফল পেতে পারি তা হল সংক্রমিত স্থানে প্রতিদিন দুইবার করে ব্যবহার করতে পারেন। সংক্রমিত স্থানটি প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর আঙুলে সামান্য পরিমাণ বেটামেসন নিয়ে লাগিয়ে দিতে হবে। 

ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে হাত পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ক্রিম আপনার চোখে কিংবা মুখে না যায়। এজন্য এই ক্রিমটি ব্যবহারের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা এতক্ষন ভাবছিলেন যে বেটামেসন এন ক্রিম কিভাবে ব্যবহার করবেন বা বেটামেসন ক্রিম এর ব্যবহার নিয়ম কি। 

আশা করছি এর ব্যবহারবিধি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি এই নিয়ম মেনে ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে কি ব্যবহার করছেন তা অবশ্যই সফল হবে।

বেটামেসন ক্রিম এর উপকারিতা

বেটামেসন ক্রিমের উপকারিতা বলে শেষ করা যাবে না। এই ক্রিমটি আমাদের ত্বকের জন্য বিশেষ উপকারী। চর্ম জাতীয় যত ধরনের চুলকানির রোগ রয়েছে সব ধরনের রোগ থেকে খুব অল্প সময়ের মধ্যে মুক্তি পাওয়ার সহজ সমাধান হচ্ছে বেটামেসন ক্রিম। যেহেতু এই ক্রিমটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর তৈরি একটি ক্রিম তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। তবে শুধুমাত্র উপকারিতা জেনেই এই ক্রিমটি ব্যবহারে সিদ্ধান্ত নিয়ে নেবেন না। কারণ বেটামেসন ক্রিম এর অপকারিতা ও রয়েছে। তাই ভালোভাবে বিশ্লেষণ করে যাচাই-বাছাই করে তারপরে ব্যবহার করবেন।

বেটামেসন এন ক্রিম দাম (betameson-n cream price in bangladesh)

অনেকেই বেটামেসন এন ক্রিমটি কিনতে চান কিন্তু আপনারা এর দাম জানেন না। এখন আপনারা টিম এন ক্রিম এর দাম সম্পর্কে জেনে নিন। সাধারণত ২০ গ্রাম বেটামেসন এন ক্রিম এর দাম ৪৫ টাকা। বাংলাদেশ বেটামেসন এন ক্রিমটি খুবই জনপ্রিয়। তাই আপনি খুব সহজেই ফার্মেসী থেকে এটি কিনতে পারবেন। বাংলাদেশের যে কোন অঞ্চলের ফার্মেসিতে এটি পাওয়া যায়। যদি কোন কারণে আপনি আপনার এলাকায় স্থানীয় ফার্মেসিতে ক্রিমটি না পান তাহলে অনলাইন থেকে অর্ডার করে হোম ডেলিভারিও নিতে পারেন।

বেটামেসন ক্রিম এর "অপকারিতা"

প্রত্যেকটি বস্তুরই দুইটি দিক রয়েছে। উপকারি দিক এবং অপকারী দিক। বেটামেসন ক্রিমের ও উপকারী দিক যেমন রয়েছে তেমনি বেটামেসন অপকারিতা রয়েছে। তাই আপনারা যারা বেটামেসন এন ক্রিম কিভাবে ব্যবহার করবেন কিংবা ব্যবহার করতে চাচ্ছেন তাদের সবার ক্রিম এর অপকারিতা ভালোভাবে জেনে রাখা উচিত। আপনি যদি সঠিক নিয়মে বেটামেসন এন ক্রিমটি ব্যবহার করেন তাহলে এর কোন অপকারিতা আপনি লক্ষ্য করতে পারবেন না ।ক্রিমের তেমন কোন অপকারিতা নাই। অতিরিক্ত ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। যেমন-
  • মুখে ব্রণ হতে পারে।
  • চামড়া পাতলা হয়ে যায়।
  • রক্তনালী প্রসারিত হতে পারে।
  • চোখ জ্বালাপোড়া করে।
সেজন্যই বললাম বেটামেসন এন এর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা নির্দ্বিধায় এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা মেনে ব্যবহার করবেন। কারন চিকিৎসকরা আপনার রোগের ধরন এবং আপনার শারীরিক পরিস্থিতি অনুসারে আপনাকে ক্রিমটি ব্যবহার করতে বলবেন।

শেষ কথা -  বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়

আজকের এই আর্টিকেল এর মধ্যে আমরা বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়, বেটামেসন ক্রিম এর ছবি,বেটামেসন ক্রিমের উপকারিতা, বেটামেসন এন ক্রিম ব্যবহারের নিয়ম, বেটামেসন এন ক্রিম এর অপকারিতা, বেটামেসন ক্রিমের দাম কত এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। 

আমাদের আর্টিকেলটি পড়ে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইটে এ ধরনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত আর্টিকেল লিখে প্রকাশিত হয়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরিসিলেক্ট করে আপনার পছন্দের আর্টিকেলটি পড়তে পারবেন। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত নতুন আর্টিকেলগুলো পড়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেজা ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url