বেটামেসন এন ক্রিম এর কাজ কি - বেটামেসন এন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমরা বেটামেনসন এন সম্পর্কিত সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো। বিশেষ করে বেটামেসন এন ক্রিম এর কাজ কি, বেটা মিশন এন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া। আপনি যদি বেটামেসন এন ক্রিম এর কাজ কি জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বেটামেসন এন
বর্তমানে বাংলাদেশে বেটামেসন এন ক্রিম ব্যাপকভাবে জনপ্রিয়। আপনি যদি বেটামেসন এন ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনার জানতে হবে বেটামেসন এন ক্রিম এর কাজ কি এবং বেটামেসন এন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা।

ভূমিকা

অনেকে জানেন না বেটামেসন এন ক্রিম এর কাজ কি, বেটামেসন এন ক্রিমের কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? মুখে দিলে কি হয়, বেটামেসন এন ক্রিম ব্যবহারের নিয়ম, বেটামেসন সিএল ক্রিমের দাম কত। এ সকল তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকে এই আর্টিকেলটি লিখতে বসেছি। 

কারন আপনি যদি বেটামেসন এন ক্রিমটি ব্যবহার করতে চান তাহলে আপনার এই তথ্যগুলো জানা খুবই জরুরী। তাহলে চলুন আজকের আর্টিকেলের মধ্যে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানি। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে।

বেটামেসন এন ক্রিম এর কাজ কি

আপনারা অনেকেই জানতে চান বেটামেসন এন ক্রিম এর কাজ কি? বেটামেসন এন ক্রিম নানা রকমের কাজ করে থাকে। আমরা সেগুলোই এখন পর্যালোচনা করে দেখব।
  • ত্বকের বিভিন্ন সংক্রমিত স্থান যেগুলো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অণুজীব দ্বারা সংক্রমিত হয় সেখানে বেটামেসন এন ক্রিম ব্যবহার করলেন খুব তাড়াতাড়ি ক্ষত সেরে ওঠে।
  • কোথাও পুড়ে গেলে বেটামেসন এন ক্রিম ব্যবহার করে করলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
  • যেকোনো রকমের আঘাত কিংবা ক্ষত স্থানের নতুন চামড়া সংস্থাপন হয়।
  • কানে যদি ব্যথা হয় তাহলে বেটামেশন এন ক্রিম খুবই কাজে দেয়।
  • অপারেশনের পরে যদি ইনফেকশন হয় তাহলে কাটা জায়গাতে বেটামেসন ক্রিম ব্যবহার করা যায়।
  • একজিমার সমস্যা থাকলে বেটামেসন এন ক্রিম খুবই উপকারী। যেমন- এটপিক একজিমা, নিউমোলার, কন্টাক্ট ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, এনোজেনিটাল এবং সেনাইল ট্রুড়ীটাস লিজেন প্লানার্স শরীয়াসিস।
  • নিউরোডার্মাটাইটিসের বেটামেসন এন ক্রিম কাজে লাগে।
  • Piodermy systemic স্টেরয়েডথেরাপীর সাথে ডাক্তাররা বেটামেসন এন ক্রিম সহ চিকিৎসা হিসেবে ব্যবহার করে।
  • মুখে যদি নানা রকমের দাগ থেকে থাকে তাহলে ডবেটামেসন এন ক্রিম ব্যবহার করলে খুব সহজেই সেই দাগ চলে যায়।
বেটা মিশন এন ক্রিম এর মধ্যে বিটামিথাসন ভেলরেট নামক একটি উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ দ্রুত সারাতে পারে এবং শরিয়াসিস নামক আরেকটি উপাদান রয়েছে যা চর্মরোগ সারিয়ে তোলে। সালফেট ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যামাইনোগ্লাইকোসাইড নানা রকমের গ্রাম গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণু ধ্বংস করতে পারে। এতে চমৎকারভাবে ছড়িয়ে পড়ার উপাদান আছে বলে লোমযুক্ত এবং এটার স্থানগুলোতে খুবই ফলো দায়ক। যে সমস্ত ক্ষত সেঁতসেঁতে থাকে সে সমস্ত ক্ষতে এই বেটামেসনের ক্রিম টি খুবই কার্যকারী।

আশা করছি, বেটামেসন এন ক্রিম এর কাজ কি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। আপনারা যদি চান তাহলে এ সকল সমস্যার জন্য বেটামেসন এন ক্রিম ব্যবহার করতে পারেন। আশা করছি, এতে করে আপনারা উপকৃত হবেন।

বেটামেসন সিএল ক্রিম এর কাজ কি

বেটামেসন এন এর কাজ কি সে সম্পর্কে আমরা জেনেছি এখন আমরা জানবো বেটামেসন সিএল ক্রিম এর কাজ কি বেটামেসনের সি এল সাধারনত বিভিন্ন রকম প্রদাহে ব্যবহার করা হয়। যেমন-
  • টিনিয়া পেটিস
  • টেনিয়া ক্লোরিস
  • টিনিয়া করপোরিস
বেটামেসন একটিএ্ ছত্রাকনাশক। ডার্মাটোফাইটোসের বিভিন্ন প্রজাতি ইস্ট এবং মেলে সেজিয়া দ্বারা সৃষ্ট ত্বকের বিভিন্ন সংক্রমণে ব্যবহার করা হয়। এতে ছত্রাকের কোষপ্রাচীরের একটি প্রধানের উৎপাদন ব্যবহার করে এর ফলে ছত্রাকের কোষ প্রাচীরের স্থায়িত্ব নষ্ট হয়ে যায় এবং ছত্রাক মারা যায়। বিটা মিথাসন ডাইপ্রোপিওনেট একটি কটিকোষ্টেরয়েড যা প্রদাহ রোধ করে, চুলকানি রোধ করে এবং রক্তনদীর সংকোজনের ক্ষমতা রয়েছে। কিন্তু কটিকোস্টেরয়েড এর প্রকৃত কার্যকারিতা এখন পর্যন্ত অজানা।

কিন্তু বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী ক্রিমটি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ১.৯% রোগের ক্ষেত্রে এক পারসেন্টের কম। রোগের ক্ষেত্রে র‍্যাশ, এজমা এবং সেকেন্ডারি ইনফেকশন। গর্ভাবস্থায় এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো। কারণ এতে নিরাপত্তার তেমন কোন তথ্য নেই। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে ক্রিমটি ব্যবহার করা উচিত।

বেটামেসন এন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া

আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় ছিল বেটামেসন এন ক্রিমের এর কাজ কি এবং বেটামেসন এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া। আর্টিকেল এর এই পর্যায়ে আমরা বেটামেসন এন ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। বেটামেসনন এন ক্রিম ব্যবহার করে যেমন ভাল ফল পাওয়া যায় তেমনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ।আর্টিকেলের এ পর্যায়ে আমরা সেগুলো জানার চেষ্টা করি।
  • এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ও কুশিং সিনড্রোম, মুখে লালচে ভাব, একনি দেখা দিতে পারে।
  • ওক্লুসিভ ড্রেসিং ব্যবহার করলে রক্তনালী প্রসারিত এবং পাতলা হয়ে যায়।
  • বেটামেসন এন ক্রিম ব্যবহারের ফলে অল্প থেকে মধ্যম পর্যায়ে থাকা অবস্থায় জলা, ত্বকে খোঁচা খোঁচা ভাব, শুষ্ক ত্বক, চুলকানি এবং ফলিকুলাইসিস দেখা দিতে পারে।
  • ত্বক শিরশির করতে পারে।
  • ত্বক টানটান হয়ে ফেটে যেতে পারে।
  • পালস ডোজিং এর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ এবং পেরেস্থমিয়া হতে পারে।
  • অতিরিক্ত পরিমাণ বেটামেসন ব্যবহারের ফলে ল্যামিনার স্কেলিং এবং প্যারিসনাল স্কেলিং, ফলিকুলার রেশ, এরাইথেমা, আরটিকারিয়া, ভেসিকুলেশন ,টেনাল যে একটা দেখা দিতে পারে।
  • অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুলকানি, হাইপার ট্রাইকোসিস, হাইপো পিকমেন্টেশন, পেরি ওরাল ডার্মাটাইটিস, এলার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস ইত্যাদি দেখা দিতে পারে।
আশা করছি ,বেটামেসন এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া জেনে আপনি বেটামেসন এন ক্রিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।

বেটামেসন সিএল ক্রিম কিভাবে ব্যবহার করব

এবারে জানা যাক বেটামেসন সিএল ক্রিম কিভাবে ব্যবহার করবেন। কারন সঠিক মাত্রায় ব্যবহার না করলে হিতে বিপরীত হতে পারে। সেজন্য যথেষ্ট পরিমাণ ক্রিম নিয়ে ত্বকের ক্ষতিগ্রস্ত স্থানে বা এর চারপাশের দিনে দুইবার মালিশ করতে পারেন। টেনিয়া ক্রুরিস এবং টিনিও করপোরিসের জন্য সকালে দুই সপ্তাহের জন্য ব্যবহার করতে হবে এবং টিনিয়াপেডিসের দিনে দুইবার হিসেবে চার সপ্তাহ ব্যবহার করতে হবে। 

এই ক্রিমটি চার সপ্তাহের বেশি ব্যবহার করার জন্য কখনো নির্দেশনা দেওয়া হয় না। ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ক্রিমটির নিরাপত্তা নিশ্চিত নয়। তাই এ সকল শিশুদের বেটামেসন সিএল ব্যবহার না করাই ভালো। অল্পমাত্রায় খুব বেশি ক্ষতি হয় না এবং হলেও হুমকি হিসেবে দেখা দেয় না। খেয়াল রাখতে হবে নির্দেশিত সময়ের বাইরে এটি ব্যবহার করা যাবে না। 

এটি সংরক্ষণ করতে হবে খুব ভালোভাবে। আলো এবং আদ্রতা থেকে দূরে রাখতে হবে এবং ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।

বেটামেসন এন ক্রিম এর ব্যবহার নিয়ম

এবারে আসি বেটামেসন এন ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন। অনেকেই বেটামেসন সিএল ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন তা জানেন না। না জেনে ব্যবহার করার ফলে নানা রকমের সমস্যা হয়ে থাকে এবং বেটামেশন এন ক্রিমের কাজ ঠিকমতো হয় না। তাই অবশ্যই আপনাকে পরিমাপ মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিমটি ব্যবহার করা উচিত। 

এই ক্রিমটি চামড়ার যে সকল পাতলা সংক্রমিতদের স্থান রয়েছে সেখানে পাতলা আস্তরণ প্রতিদিন ৩-৪ বার ব্যবহার করতে পারেন। কিন্তু দীর্ঘ মেয়াদী ব্যবহারের ক্ষেত্রে দিনে দিনে প্রয়োগ মাত্রা কমিয়ে 7 দিনে একবার ব্যবহার করবেন এবং তারপর বন্ধ করে দেওয়া উচিত। অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। শিশুদের ক্ষেত্রে বেটামেসন এন ক্রিম ব্যবহারে একটু সতর্ক হতে হবে। এক বছরের কম বয়সী শিশুদের এটি দেওয়া যাবে না। 

যাদের বেটামেসন এর অন্যান্য কয়টিস্তরয়েড এবং এর কোন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

বেটা মিশন চোখের আশেপাশে ব্যবহার করা উচিত নয়। এতে করে গ্লুকোমা এবং ক্যাটারাক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি বেটামেসন এন ক্রিম ব্যবহারের ফলে ত্বক জলে এবং অস্বস্তি বোধ হয় তাহলে এটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। যদি দ্রুত কোন সুবিধাজনক ফলাফল না পাওয়া যায় তাহলে বেটামেসন এন ক্রিম ব্যবহার বন্ধ করে দিতে হবে। য

তক্ষণ পর্যন্ত সংক্রমণের তীব্রতা নিয়ন্ত্রণে না আসে অনেকদিন যাবত এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। কেননা এতে করে অসংবেদনশীল অনুজীবের বিস্তার করতে পারে এবং ছত্রাক ও ভাইরাসজনিত চর্মরোগ যাদের রয়েছে। তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো।

বেটামেসন সিএল ক্রিম এর দাম

অনেকেই বেটামেসন সিএল ক্রিম এর দাম জানেন না। এই ক্রিমটি যতগুলো কাজ করে সে তুলনায় এর দাম খুবই কম। বেটামেসন সিএল ক্রিম এর দাম বাংলাদেশি টাকায় ৪০ টাকার উপরে নাই। কোথাও কোথাও ৪৫ টাকা নিতে পারে। একবার ভাবুন এত কম দামে এত উপকারী একটা ক্রিম আপনারা পেয়ে যাচ্ছেন।

উপসংহার - বেটামেসন এন ক্রিম এর কাজ কি

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মধ্যে আমরা বেটামেসন এন ক্রিম এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজকের আর্টিকেলের উল্লেখযোগ্য বিষয় ছিল বেটামেসন এন ক্রিম এর কাজ কি এবং পার্শ্ব প্রতিক্রিয়া। আশা করছি, বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। আপনি যদি আমাদের লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলেই আমাদের সার্থকতা। 

আমাদের লেখা সম্পর্কে কোন মতামত জানানোর থাকলে কিংবা আপনি যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে নিচে কমেন্ট করে জানান। এরকম আরো নতুন নতুন পোস্ট পড়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেজা ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url