হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত - হেপাটাইটিস বি পজিটিভ হলে করনীয়

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত এ বিষয়টি জানার চেষ্টা করবো। আমরা সবাই জানি হেপাটাইটিস বি একটি মারাত্মক রোগ। তাই এর ভ্যাকসিন নেওয়া আমাদের সবার জন্য খুবই জরুরী।
হেপাটাইটিস বি ভ্যাকসিন
হেপাটাইটিস বি প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ভ্যাকসিন নেওয়া। হেপাটাইটিস বি ভ্যাকসিন নিরাপদ। বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের জন্য এটি সুপারিশ করা হয়। এটি শুধু সংক্রমণ থেকে রক্ষা করে না বরং বিভিন্ন রকম জটিলতা এবং অন্যদের মধ্যে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয়। তাহলে চলুন হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভূমিকা

হেপাটাইটিস বি ভাইরাস সাধারণত লিভার কে সংক্রমণ করে। এর ফলে ইনফেকশন বা সম্ভাব্য দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। এর মধ্যে এখন পর্যন্ত হেপাটাইটিস এর ৫ রকমের ভাইরাস আছে। যার মধ্যে হেপাটাইটিস বি অন্যতম। হেপাটাইটিস বি এর স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী সংক্রমণ হয়। 

আজকের আর্টিকেলের মধ্যে আমরা হেপাটাইটিস বি পজেটিভ হলে করণীয় কি, হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত এবং হেপাটাইটিস বি এর টেস্ট খরচ কত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হেপাটাইটিস বি পজিটিভ হলে করনীয়

আপনার শরীরের মধ্যে যদি হেপাটাইটিস বি এর সন্ধান পাওয়া যায় তাহলে আপনাকে অবশ্যই স্বাস্থ্য সেবা মেনে চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি এর চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ওষুধ, নিয়মিত পর্যবেক্ষণ, নেশা দ্রব্য এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। 

কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনার শরীরে যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় তাহলে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য যত দ্রুত পদক্ষেপ নিবেন ততই ভালো। হেপাটাইটিস বি পজেটিভ হলে প্রয়োজনীয় করণীয়গুলো নিম্নে তুলে ধরা হলো।

চিকিৎসকের পরামর্শ নিনঃ হেপাটাইটিস বি পজেটিভ হলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারা আপনার অবস্থা বিবেচনা করে উপযুক্ত চিকিৎসা এবং পর্যবেক্ষণ করবেন।

পরীক্ষার ফলাফল গুলো ভালোভাবে বুঝুনঃ হেপাটাইটিস বি পজেটিভ হলে আপনার রক্তে ভাইরাসের পরিমাণ, লিভার ফাংশন পরীক্ষা, হেপাটাইটিস বি এনটিজেন্ট অবস্থা সহ আপনার হেপাটাইটিস বি পরীক্ষার সকল পরীক্ষাগুলো সম্পর্কে ভালোভাবে জানুন। এতে করে আপনার চিকিৎসা অনেকটা সহজ হবে।

যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করুনঃ সাধারণত দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ এবং রক্তে ভাইরাসের পরিমাণ বেশি এমন ব্যক্তিদের জন্য হেপাটাইটিস বি এর চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অ্যান্টিভাইরাল ওষুধ ভাইরাস দমন করতে পারে, লিভারের প্রধাহ কমাই এবং লিভারের ক্ষতি প্রতিরোধ করে। আপনার পরামর্শদাতা চিকিৎসক আপনাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করে দিবেন।

জীবনধারা পরিবর্তনঃ হেপাটাইটিস বি পজিটিভ হলে আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্যকর জীবনধারা পরিচালনা করতে হবে। এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মদ্যপান করা যাবে না। কারণ এটি লিভারের ক্ষতি বাড়িয়ে দেয়। একটি সুষম খাদ্য তালিকা তৈরি করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং একটি স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখতে হবে।

পরিবারের অন্যান্য সদস্যদের টিকা দিনঃ হেপাটাইটিস যেহেতু ছোঁয়াচে রোগ তাই আপনার রোগ নির্ণয়ের বিষয়ে আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের এবং ঘনিষ্ঠ পরিচিতজনদের যাতে হেপাটাইটিস বি না হয় সেজন্য টিকা দিতে হবে।

নিরাপদ যৌনতা অভ্যাস করেনঃ হেপাটাইটিস বি পজিটিভ হলে আপনার যৌন সঙ্গীকে জানান এবং ভাইরাস সংক্রমণ রোধ করতে নিরাপদ যৌন অভ্যাস গড়ে তুলুন। প্রতিবার যৌন মিলনের সময় অবশ্যই কনডম ব্যবহার করুন। রক্ত সংস্পর্শে আসে এমন জিনিস এড়িয়ে চলুন। যেমন রেজার, ব্লেড ইত্যাদি।

পুনরায় যেন সংক্রমিত না হনঃ আপনার যদি দীর্ঘস্থায়ী হেপাটাইটিস থেকে থাকেন এবং আপনার চিকিৎসা চলে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হেপাটাইটিস এ এবং সি আপনাকে পুনরায় সংক্রমণ করতে না পারে। এতে করে আপনার লিভার আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।

নিজেকে এবং অন্যদেরকে সচেতন করুনঃ হেপাটাইটিস বি এর সংক্রমণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গুলো সম্পর্কে ভালোভাবে জানুন। আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের টিকা এবং প্রাথমিক সনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে জানান।

মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি সঠিক চিকিৎসা, যত্ন, জীবনধারার পরিবর্তন এবং পারিপার্শ্বিক সহায়তার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। আশা করছি, হেপাটাইটিস বি পজিটিভ হলে করনীয় কি তা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।

হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত

অনেকেই জানতে চান হেপাটাইটিস বি ভ্যাকসিন এর দাম কত। আমরা সবাই জানি যে এটি ঘাতক হেপাটাইটিস বি ভাইরাসের জন্য লিভার ক্যান্সার, লিভার সিরোসিস ইত্যাদি রোগ হয়ে থাকে। হেপাটাইটিস বি রক্ত, বীর্য, মুখের লালা এগুলোর মাধ্যমে ছড়ায়। পানির গ্লাস, চায়ের কাপ এগুলো মাধ্যমে খুব সহজেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। 

হেপাটাইটিস বি ভাইরাস কারো শরীরে যদি থাকে তাহলে ওই ব্যক্তি বিদেশে যেতে পারে না। সরকারি চাকরি করতে পারেনা। কেননা মেডিকেল টেস্টে তাকে আনফিট বলে ঘোষণা করা হয়। হেপাটাইটিস বি সংক্রমিত হলে তার লিভার ক্যান্সার, লিভার সিরোসিস নিশ্চিত এবং যার ফলে অকাল মৃত্যু হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসের সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোন প্রতিষেধক ওষুধ তৈরি করতে পারেনি। তবে আসার কথা এই যে, প্রতিরোধমূলক টিকা দেওয়া হয়। এই প্রতিরোধমূলক ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে আপনি হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেওয়ার আগে আপনাকে অবশ্যই রক্ত পরীক্ষা করে নিতে হবে। 

যাদের হেপাটাইটিস বি নেগেটিভ শুধুমাত্র তারাই ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। আমাদের দেশে হেপাটাইটিস বি ভ্যাকসিন এর দাম খুব একটা বেশি না। ১৫ বছরের নিচে হেপাটাইটিস ভ্যাকসিন এর দাম ৪০০ টাকা এবং ১৫ বছরের উপরে হেপাটাইটিস বি ভ্যাকসিন এর দাম ৫০০ টাকা। হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণের কিছু নিয়ম রয়েছে। 

এই ভ্যাকসিন টি চারটি ডোজে দিতে হয়। প্রথম ডোজ যে কোন দিন। দ্বিতীয় ডোজ প্রথম ডোজের একমাস পরে। তৃতীয় ডোজ প্রথম রোজের দুই মাস পরে এবং চতুর্থ ডোজ প্রথম ডোজের নয় মাস পরে নিতে হয়। আশা করছি, হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত আপনি বুঝতে পেরেছেন।

হেপাটাইটিস বি এর টেস্ট খরচ বাংলাদেশ

হেপাটাইটিস বি এর টেস্ট খরচ বাংলাদেশের খুব একটা বেশি নয়। শুধুমাত্র একটি রক্ত পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি টেস্ট করা যায়। এজন্য যখন মেডিকেল ক্যাম্প হয় সেখানে ফ্রিতে করানো হয়। অথবা হেপাটাইটিস বি টেস্ট করার জন্য সর্বনিম্ন সাড়ে চারশ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

মানুষ জানতে চায় এমন আরো কিছু প্রশ্ন (FAQ)

প্রশ্নঃ হেপাটাইটিস বি হলে কি মানুষ মারা যায়?
উত্তরঃ হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হলে প্রথম দিকে কোন লক্ষণ থাকে না এবং ধীরে ধীরে এটি লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস এর রূপ নেই। এর ফলে আক্রান্ত রোগীদের ১৫ থেকে ২৫ পার্সেন্ট মারা যায়।

প্রশ্নঃ হেপাটাইটিস বি টিকা না দিলে কি হয়?
উত্তরঃ হেপাটাইটিস বি যদি দীর্ঘমেয়াদি সংক্রমণ হয়ে যায় তাহলে লিভার রোগের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস হতে পারে। সেজন্য হেপাটাইটিস বি টিকা নেওয়া খুবই জরুরী।

প্রশ্নঃ হেপাটাইটিস বি পজিটিভ কি ছোঁয়াচে?
উত্তরঃ হ্যাঁ, হেপাটাইটিস বি একটি ছোঁয়াচে রোগ। এই ভাইরাসটি অনেক বছর পরেও লিভারে প্রদাহ তৈরি করতে পারে। উপযুক্ত পরিবেশে শরীরের বাইরেও এই ভাইরাস অন্ততপক্ষে ৭ দিন পর্যন্ত কার্যকর থাকে।

প্রশ্নঃ হেপাটাইটিস এ কত দিনে ভালো হয়?
উত্তরঃ হেপাটাইটিস এ দীর্ঘস্থায়ী নয় এবং এটি কখনো লিভারের ক্ষতি করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়।

প্রশ্নঃ সবচেয়ে খারাপ হেপাটাইটিস কোনটি?
উত্তরঃ হেপাটাইটিস তিন প্রকার হেপাটাইটিস এ, বি এবং c। সি কে বেশি খারাপ হিসেবে ধরে নেওয়া যায়। দীর্ঘস্থায়ী ভাবে হেপাটাইটিস সি আক্রান্ত রোগীদের মধ্যে ৭০% লিভারের রোগে আক্রান্ত হয় এবং ২০% সিরোসিস হয়।

উপসংহার - হেপাটাইটিস বি ভ্যাকসিন দাম কত

আজকের আর্টিকেল এর মধ্যে আমরা হেপাটাইটিস বি এর দাম কত, হেপাটাইটিস বি পজেটিভ হলে করণীয় কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যটি পেয়েছেন। এরকম আরও তথ্যবহুল পোস্ট পড়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। কেননা আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে তথ্যবহুল পোস্ট লিখে নিয়মিত পাবলিশ করি। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেজা ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url